‘নিরাময়’ এর সন্ধি-বিচ্ছেদ-

‘নিরাময়’ এর সন্ধি-বিচ্ছেদ-

  1. নিরা + ময়
  2. নিঃ + আময়
  3. নিঃ + ময়
  4. নির + ময়

Answer: নিঃ + আময়

Explanation: ‘নিরাময়’ – এর সন্ধি – বিচ্ছেদ – – – নির + আময়।
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
যেমন, সিংহাসন = সিংহ + আসন
বিদ্যালয় = বিদ্যা + আলয়
হিমালয় = হিম + আলয়,
দেখা যাচ্ছে ‘অ’ এবং ‘আ’ মিলে স্বরসন্ধিতে ‘আ’ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *