‘নীল আকাশ’ কি বাচক নাম বিশেষণ ?

‘নীল আকাশ’ কি বাচক নাম বিশেষণ ?

  1. রূপবাচক
  2. গুণবাচক
  3. ভাববাচক
  4. অবস্থাবাচক

Answer: রূপবাচক

Explanation: বিশেষণ : বিশেষণ হচ্ছে বাক্যে শব্দকে বিশেষিত করে শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ করে। যেমন- নীল আকাশ, ঠাণ্ডা হাওয়া, চৌকস লোক ইত্যাদি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।