”পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মুহাম্মদ আব্দুল হাই
- সৈয়দ মুজতবা আলী
- রাজশেখর বসু
Answer: সৈয়দ মুজতবা আলী
Explanation: পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ ৷ রচয়িতা কবি বিষ্ণু শর্মা ৷ তবে এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি পাওয়া যায় নি ৷ নানা উপদেশমূলক গল্পের সঙ্কলন এই গ্রন্থ ৷ জীবনের পথের নানা উপদেশ এই গ্রন্থের নানা গল্পের উদাহরণের মধ্যে তুলে ধরা হয়েছে ৷ গ্রন্থটি ৫ টি তন্ত্রে বিভক্ত ৷ এগুলি হল :
i. মিত্রভেদ
ii. মিত্রপ্রাপ্তি
iii. কাকোলুকীয়
iv. লব্ধপ্রনাশ
v, অপরিক্ষিতকারক