পরী বিবি কে ছিলেন?
- আওরঙ্গজেবের কন্যা
- শায়েস্তা খানের কন্যা
- মুর্শিদকুলি খানের স্ত্রী
- শাহজাহানের কন্যা
Answer: শায়েস্তা খানের কন্যা
Explanation: শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ইরান দুখত। পরী বিবির মাজার লালবাগ কেল্লার অভ্যন্তরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত। ইরান দুখত শাহাজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।