পিয়েতো’ -এর স্রষ্টা কে?
পিয়েতো’ -এর স্রষ্টা কে?
- মাইকেল এঞ্জেলো
- দ্য ভিঞ্চি
- এস এম সুলতান
- জয়নুর আবেদিন
Answer: মাইকেল এঞ্জেলো
Explanation: রেনেসাঁস যুগের অন্যতম প্রধান ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলো। তিনি ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির ক্যাপ্রিসির আরেজ্জোতে জন্মগ্রহণ করেন। কাজের বৈচিত্র্য ও বিস্তৃতির কারণে তাকে রেনেসাঁস মানব বলে আখ্যায়িত করা হয়। তার সবচেয়ে পরিচিত কাজ হল পিয়েতা ও ডেভিড। তিনি ত্রিশ বছর বয়সের আগেই বিখ্যাত ভাস্কর্য দুটি নির্মাণ করেন।
Leave a Reply