পুকুরে মাছ আছে’-এখানে পুকুর কোন কারক?

পুকুরে মাছ আছে’-এখানে পুকুর কোন কারক?

  1. কর্ম কারক
  2. অপাদান কারক
  3. সম্প্রদান কারক
  4. অধিকরণ কারক

Answer: অধিকরণ কারক

Explanation: অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে “কখন” ও “কোথায়” দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘-এ’ ‘-য়’ ‘-তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।বাক্যটিতে কোথায় মাছ আছে প্রশ্ন করলে “পুকুরে”উত্তর পাওয়া যায়। এবং এর সাথে “এ” সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং পুকুর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন:গাছ থেকে পাতা পড়ে। যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা সাহায্য করা হয়, তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে। শুধুমাত্র স্বত্ব ত্যাগ (একেবারে দিয়ে দেওয়া) করে দিলেই সম্প্রদান কারক হবে। যেমনঃভিক্ষুক কে ভিক্ষা দাও।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।