প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
- ৫ জুন
- ১৫ জুলাই
- ২৫ আগস্ট
- ৩০ জুন
Answer: ৫ জুন
Explanation: বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্রতি বছর 5 জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতেই শুরু হয়েছিল জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স। এর স্থায়িত্ব ছিল 1972 সালের 5 জুন থেকে 16 জুন পর্যন্ত। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 1973 সালে।