বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
- হুমায়ূন আহমেদ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ইমদাদুল হক মিলন
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: ১. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে? উ: রবীন্দ্রনাথ ঠাকুর ২. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? উ: রবীন্দ্রনাথ ঠাকুর ৩. বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে? উ: ১০টি ৪. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? উ: সৈয়দ আলী আহসান ৫. কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়? উ: প্রথম চার লাইন
বাংলাদেশের জাতীয় সঙ্গগিত রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থের স্বরবিতান থেকে নেওয়া হয়েছে।