বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন –
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন –
- উথান্ট
- কফি আনান
- কুর্টওয়ার্ল্ড হেইম
- দ্যাগ হ্যামারশোল্ড
Answer: উথান্ট
Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মহা থ্রায় সিথু উথান্ট (মিয়ানমার)। জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিব ছিলেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন।
Leave a Reply