বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?
- ৩টি
- ৫টি
- ৬টি
- ৭টি
Answer: ৩টি
Explanation: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন স্তরবিশিষ্ট – প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। সরকারি – বেসরকারি বিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদী প্রাথমিক, ৭ বছর মেয়াদী মাধ্যমিক – এর মধ্যে ৩বছর মেয়াদী জুনিয়র, ২ বছর মেয়াদী মাধ্যমিক এবং ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়।
বাংলাদেশে চার স্থর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা পূর্বে ছিল।তবে জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বর্তমানে শিক্ষার স্তর তিনটি।