বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
- পারভীন ফাতেমা
- ফিরোজা বেগম
- রওশন জাহান
- কানিজ ফাতেমা
Answer: ফিরোজা বেগম
Explanation: ৩০ মে ২০০১ ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে জন্মলাভ করে হীরা , মণি ও মুক্তা নামে ৩টি টেস্ট টিউব শিশু। এদের বাবা – মা ছিলেন আবু হানিফ ও ফিরোজা বেগম এবং এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. পারভীন ফাতেমা ।