বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
- কর্ণফুলী
- গোমতী
- নাফ
- মেঘনা
Answer: নাফ
Explanation: বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নাফ নদী ।
বাংলাদেশ ও মিয়ানমারের (পূর্ব নাম বার্মা ) সীমান্তবর্তী নদী নাফ (Naf) । কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ – পূর্ব কোণ দিয়ে প্রবাহিত, প্রলম্বিত খাড়ি সদৃশ্য নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে ।