বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
- মুহসীন কলেজ
- ফোর্ট উইলিয়াম কলেজ
- শ্রীরামপুর মিশন
- সংস্কৃত কলেজ
Answer: ফোর্ট উইলিয়াম কলেজ
Explanation: বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ।
১৮০০ খ্রি. ৪ মে ফোট ইউনলয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় । ১৮০১ খ্রি. এ কলেজে বাংলা বিভাগ খোলা হয় । ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এ কলেজে বাংলা বিভাগ চালু করা হয় । বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ইউলিয়াম কেরি ।