বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?

বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?

  1. সুলতান মাহমুদ
  2. লক্ষণ সেন
  3. শেরশাহ
  4. আকবর

Answer: আকবর

Explanation: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর হিজরি ও বাংলা সৌরসনকে ভিত্তি করে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চে বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। এই দিনে আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে সিংহাসনে বসেন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।