বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি
- হুতুম প্যাচার নকশা
- আলালের ঘরের দুলাল
- দুর্গেশ নন্দিনী
- পথের দাবী
Answer: আলালের ঘরের দুলাল
Explanation: বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল।
আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।
প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ – ১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।