বাংলা ভাষার প্রথম ঔপ্যাসিক কে?
- প্যারিচাঁদ মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রভাত কৃমার মুখোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: প্যারিচাঁদ মিত্র
Explanation: বাংলা ভাষার প্রথম ঔপ্যাসিক প্যারিচাঁদ মিত্র ।
প্যারীচাঁদ মিত্র (১৮১৪ – ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক । তার রচিত প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ । টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এ উপন্যাসটি ১৯৫৪ সালে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায় ।