বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ -এর আবিষ্কারক-

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ -এর আবিষ্কারক-

  1. ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
  2. ডক্টর সুনীতিকুমার চট্রােপাধ্যায়
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. ডক্টর সুকুমার সেন

Answer: হরপ্রসাদ শাস্ত্রী

Explanation: চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। এর আবিষ্কারক ড.হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে মহামোহপাধ্যায় ড.হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি পুঁথি আবিষ্কারে করেন। চর্যাপদ এর প্রধান কবিগণ হলেন – লুইপা, কাহ্নপা, ভুসুকুপা, শবরপা প্রমুখ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।