বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- সত্যেন্দ্রনাথ দত্ত
- শামসুর রাহমান
Answer: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation: বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলা হয় – সত্যেন্দ্রনাথ দত্তকে। সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি এবং ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ , শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্ব এর জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।