বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ?

বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ?

  1. লালন ফকির
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মাধব বিবি
  4. ফরিদা পারভীন

Answer: লালন ফকির

Explanation: বাংলার পল্লীগীতির একটি বিশেষধারার নাম বাউলগান। পন্ডিতদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়েছে। তবে বাউল মত সতেরো শতকে জন্ম নিলেও উনিশ শতকে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকির শিক্ষিত মহলে একে জনপ্রিয় করে তোলেন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।