বাঘের’ ভয়ে সকলে ভীত । ‘বাঘের’ কোন কারক?

বাঘের’ ভয়ে সকলে ভীত । ‘বাঘের’ কোন কারক?

  1. কর্মকারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. কর্তৃকারক

Answer: অপাদান কারক

Explanation: যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় এরূপ বোঝালে যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় সেটা হবে অপাদান কারন আর ভয় হবে কর্ম কারক। যেমন- আমি কি ডরাই(ভয় পাই) সখী ভিখারী রাঘবে। পরাজয়ে ডরে না বীর। বাঘের ভয়ে সকলে ভীত হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম