বিন্ধা একটি–

বিন্ধা একটি–

  1. মন্দির
  2. তীর্থস্থান
  3. পর্বত
  4. উপাসনালয়

Answer: পর্বত

Explanation: বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব – পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *