বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
- মনসামঙ্গল
- মনসা বিজয়
- চাঁদ সওদাগর কাহিনী
- মনসা প্রশস্তি
Answer: মনসা বিজয়
Explanation: বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপিলাই । তিনি বিজয় গুপ্তের মনসামঙ্গল রচনার এক বছর পর তার ‘মনসা বিজয়’ কাব্য রচনা করেন। এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য এর গল্প বৈচিত্র্য।