বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জমাউন্টেড বিদ্যু’ কেন্দ্র কোনটি?

বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জমাউন্টেড বিদ্যু’ কেন্দ্র কোনটি?

  1. ঢাকা বার্জমাউন্টেড
  2. খুলনা বার্জমাউন্টেড
  3. পাবনা বার্জমাউন্টেড
  4. বরিশাল বার্জমাউন্টেড

Answer: খুলনা বার্জমাউন্টেড

Explanation: প্রাইভেট পাওয়ার কোম্পানি গুলােকে নির্দিষ্ট শর্তে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিত্তে সরবরাহ করার অনুমতি দেয়া হয়েছে। ফলে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে যার মধ্যে খুলনা বার্জমাউন্টেড প্রথম। ১২ নভেম্বর ১৯৯৮ সালে ইউনাইটেড গ্রুপ খুলনা বার্জৰ্মাউন্টেড প্রতিষ্ঠা করে।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।