বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয়-
- তামার তার
- টাংস্টেন তার
- নাইক্রোম তার
- এন্টিমনি তার
Answer: নাইক্রোম তার
Explanation: নাইক্রোম হচ্ছে নিকেল ও ক্রোমিয়ামের তৈরি সংকর ধাতু। বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। উচ্চ আপেক্ষিক রোধের কারণে নাইক্রোম তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসাবে টাংস্টেন তার ব্যবহার করা হয়।