বৈরাগ্য সাধনে -সে আমার নয়।’ শূণ্যস্থান পূরণ করুন।
- আনন্দ
- মুক্তি
- বিশ্বাস
- আশ্বাস
Answer: মুক্তি
Explanation: বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।
প্রদত্ত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ” বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়” – কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটির মূলভাব এই যে, সংসারী মানুষের সংসারে থেকেই ইশ্বরের সান্নিধ্য পেতে চান।