ব্যাডমিন্টন খেলা সর্বপ্রথম কোন দেশে চালু হয়?
ব্যাডমিন্টন খেলা সর্বপ্রথম কোন দেশে চালু হয়?
- আমেরিকা
- ইংল্যান্ড
- জার্মানি
- ভারত
Answer: ইংল্যান্ড
Explanation: ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলা উদ্ভাবন করেন। তাঁরা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলককে একটি নেট যুক্ত করে এই খেলা চালু করেছিলেন। ব্রিটিশ গ্যারিসন নগরী পুনায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিল বলে এই খেলার অপর নাম পুনাই। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই খেলা ইংল্যান্ডে ব্যাপক প্রচার পায়।
Leave a Reply