ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
- কোরাইশী আন্দোলন
- হাসেমী আন্দোলন
- সৈয়দ আন্দোলন
- ফরায়েজী আন্দোলন
Answer: ফরায়েজী আন্দোলন
Explanation: ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিল তার মধ্যে ফরায়েজী আন্দোলন অন্যতম। ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ্। শরীয়তউল্লাহ্ ১৭৮১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৮১৮ সালে ফরায়েজী আন্দোলন শুরু করেন এবং ১৮৪০ সালে মৃত্যুবরণ করেন। শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া।