ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?

ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?

  1. সূর্য
  2. চন্দ্র
  3. ব্যারোমিটার
  4. আকাশের তারা

Answer: আকাশের তারা

Explanation: প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।