ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন –

ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন –

  1. শের শাহ
  2. মুহাম্মদ বিন তুঘলক
  3. ইলতুতমিশ
  4. লর্ড কর্নওয়ালিস

Answer: শের শাহ

Explanation: শের শাহ ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী। গ্রান্ড ট্রাঙ্ক রোড (সড়ক – ই – আজম) শের শাহ্ পর অমর কীর্তি, তিনি প্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন। তিনি মোহর নামে ১৬৯ গ্রেইন ওজনের স্বর্ণমুদ্রা ও দাম নামে তাম্রমুদ্রা চালু করেন। তিনি ডাক ব্যবস্থারও অমূল সংস্কার করেন। তিনি কবুলিয়ত ও বাট্টা প্রথা চালু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *