ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি ?

ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি ?

  1. পক প্রণালি
  2. জিব্রাল্টার প্রণালি
  3. মালাক্কা প্রণালি
  4. হরমুজ প্রণালি

Answer: পক প্রণালি

Explanation: ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালি।
পক প্রণালী ( ইংরেজি ভাষায়: Palk Strait) ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রণালীটি ৬৪ – ১৩৭ কিলোমিটার (৪০ – ৮৫ মাইল ) প্রশস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *