ভাষার মৌলিক রীতি কোনটি?
- কথা বলার রীতি
- লেখার রীতি
- বলার ও লেখার রীতি
- আঞ্চলিক রীতি
Answer: কথা বলার রীতি
Explanation: মুখের ভাষাকে ব্রিটিশ ভাষাবিজ্ঞানী ক্রিস্টোফার ব্রুমফিট ও অন্যান্য ভাষাবিজ্ঞানীরা ভাষার মূল কাঠামো হিসেবে গ্রহণ করেছে। আর কথ্য ভাষার রীতির মধ্যেই আঞ্চলিক রীতি নিহিত। সুতরাং বলা চলে কথ্যরীতি বা কথা বলার রীতি হলো ভাষার মৌলিক রীতি।