মঙ্গলগ্রহের কয়টি উপগ্রহ?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
Answer: ২টি
Explanation: মঙ্গলগ্রহের ২টি উপগ্রহ রয়েছে। এগুলো হলোঃ
ফোবাস ও ডিমোস। উল্লেখ্য, সৌরজগতে পৃথিবীর পরই মঙ্গলগ্রহ অবস্থিত । সূর্য হতে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। ১৯৯৭ সালে মার্কিন মহাকাশযান পাথ ফাইল্ডার মঙ্গল গ্রহে অবতরণ করার পর এর সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এর ভূমির উপরিভাগ লালচে এবং আকাশের রঙ গোলাপী। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ ‘অলিম্পাস মন্স’ হিমালয়ের চেয়ে তিনগুণ উঁচু। এখানে সামান্য পরিমাণ অক্সিজেন রয়েছে। এ গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কার্বন – ডাই – অক্সাইড (প্রায় ৯৯%)। এ গ্রহের বায়ুমণ্ডল জীবন ধারণের উপযুক্ত নয় এবং গড় উত্তাপ হিমাংকের নিচে অবস্থান করে।