‘মঙ্গল’ গ্রহের কয়টি উপগ্রহ আছে?

‘মঙ্গল’ গ্রহের কয়টি উপগ্রহ আছে?

  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. কোন উপগ্রহ নাই

Answer: ২টি

Explanation: ‘মঙ্গল’ গ্রহের ২টি উপগ্রহ আছে।
মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় – ক্ষুদ্রতম গ্রহ।
এই গ্রহটি “লাল গ্রহ” নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ।
মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু – টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু – টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু – টি গ্রহাণু।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।