মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
- লোক সাহিত্য
- ডাক ও খনার বচন
- পুঁথি সাহিত্য
- ব্রত কথা
Answer: ডাক ও খনার বচন
Explanation: ডাক ও খনার বচন হলো বাংলা সাহিত্যের কৃষিতত্ত্ব বিষয়ক উপদেশাত্মক এক প্রকার প্রচলিত ছড়া। এর রচনাকার এবং রচনাকাল নিয়ে নানা মতভেদ আছে। এতে রয়েছে এ দেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতা । এসবের মধ্যে প্রতিফলিত হয়েছে নীতিকথা ও বহুদর্শী উপদেশ ।