মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
- শ্রী চৈতন্যদেব
- শ্রীকৃষ্ণ
- আদিনাথ শিব
- মীননাথ
Answer: শ্রী চৈতন্যদেব
Explanation: বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। বাংলা সাহিত্য কোন পংক্তি না লিখেই তার নামে যুগ বিভাগ সৃষ্টি হয়েছে। ১৫০০ – ১৭০০ খ্রিস্টাব্দ কে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ বলা হয়। শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ বৃন্দাবন দাস রচিত “শ্রীচৈতন্যভাগবত”।