ময়নামতির শালবন বিহারের দেয়ালে কোন কোন প্রাণীর মূর্তি আছে?

ময়নামতির শালবন বিহারের দেয়ালে কোন কোন প্রাণীর মূর্তি আছে?

  1. হাতি, ঘোড়া , বিড়াল
  2. ঘোড়া, বিড়াল, বানর
  3. হাতি, ঘোড়া, শূকর
  4. ঘোড়া , শূকর ও মানুষ

Answer: হাতি, ঘোড়া, শূকর

Explanation: নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘সাপ্তাহিক বিজলীতে’। ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবর মাসে। এ কাব্যের দ্বিতীয় ‘বিদ্রোহী’ এবং প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’। ১২ টি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলো হলো ‘রক্তাম্বরধারিণী মা’, আগমনী’, ধুমকেতু’, ‘কামাল পাশা’, ‘আনোয়ারা’, ‘রনভেরী’, ‘সাত – ইল – আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘কীরবানী’ ও ‘মোহররম’।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।