মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে?
- দীনবন্ধু মিত্র
- রাজনারায়ণ বসু
- সজনীকান্ত দাস
- ডি. এল. রায়
Answer: রাজনারায়ণ বসু
Explanation: মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
১৮৪৩ সালে খ্রিষ্ট্রধর্ম গ্রহণ করেন।
তার রচনার মধ্যে অন্যতম হলো মেঘনাধবধ কাব্য।
এ কাব্যের প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু।
এছাড়াও তিনি সনেটের জন্য বিখ্যাত হয়েছেন।