”মাদিবা” কোন বিশ্বনেতার ডাক নাম?

”মাদিবা” কোন বিশ্বনেতার ডাক নাম?

  1. ফিদেল কাস্ট্রো
  2. মাহাথির মোহাম্মদ
  3. ওবামা
  4. নেলসন ম্যান্ডেলা

Answer: নেলসন ম্যান্ডেলা

Explanation: ”মাদিবা” নেলসন ম্যান্ডেলা ডাক নাম ।
নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘুটিয়ে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন । বিখ্যাত এ ব্যক্তি বিভিন্ন সময়ে ৬টি ডাকনামে ( নেলসন, মাদিবা, রোলিহ্লাহ্লা, টাটা, ডালিভুঙ্গা ও খুলু ) পরিচিতি লাভ করলেও, তিনি দেশটিতে সবচেয়ে বেশি পরিচিত ‘মাদিবা’ নামে ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।