মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা ‘- এই পঙক্তিটির রচয়িতা কে ?

মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা ‘- এই পঙক্তিটির রচয়িতা কে ?

  1. আবদুল গফফার চৌধুরী
  2. অতুল প্রসাদ
  3. শামসুর রাহমান
  4. হুমায়ূন আহমেদ

Answer: অতুল প্রসাদ

Explanation: অতুলপ্রসাদ সেন কর্তৃক রচিত ‘মোদের গরব মোদের আশা, আ – মরি বাংলা ভাষা!’ গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। তার রচিত গান প্রায় দু’শো।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।