মোবাইল ফোনের আবিষ্কারক কে?
- চার্ণস ব্যাবেজ
- জেমস হ্যারিসন
- গ্রাহাম বেল
- মার্টিন কুপার
Answer: মার্টিন কুপার
Explanation: মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ২ কেজি (৪.৪ পাউন্ড) ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
বাংলাদেশে সর্বপ্রথম সেল ফোন চালু হয় ১৯৯৩ সালের ৮ আগস্ট। বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানির নাম ছিল দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, যা বর্তমানে সিটিসেল নামে পরিচিত। এই কোম্পানি ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে।