ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
- চীন ও ভারত
- চীন ও পাকিস্তান
- ভারত ও পাকিস্তান
- পাকিস্তান ও আফগানিস্তান
Answer: চীন ও ভারত
Explanation: স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারতের ৭০০ মাইল ব্যাপী অরুণাচল প্রদেশ এবং তিব্বতের স্মরণ সিড়ি, সিয়াং ও লোহিত সীমান্ত জুড়ে সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিতচিত। স্যার ম্যাকমোহন ১৯১৪ সালে তিব্বত – ভারত চুক্তির আওতায় তিব্বত ও ভারতের মধ্যে এই সীমারেখা চিহ্নিত করেন।