যদ্যপি আমার গুরু’ কার রচনা?

যদ্যপি আমার গুরু’ কার রচনা?

  1. হুমায়ূন আহমেদ
  2. আলাউদ্দিন আর আজাদ
  3. আব্দুশ শাকুর
  4. আহমদ ছফা

Answer: আহমদ ছফা

Explanation: ‘যদ্যপি আমার গুরু প্রফেসর রাজ্জাক’ (১৯৯৭) প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলোঃ ‘জাগ্রত বাংলাদেশ’, ‘বাঙালী মুসলমানের মন’, ‘সিপাহীযুদ্ধের ইতিহাস’, ‘শতবর্ষের ফেরারি’, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়;, ‘সাম্প্রতিক বিবেচনা’, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ইত্যাদি। তার ‘ওস্কার’ (১৯৭৫) উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব আবদুশ শাকুরে প্রবন্ধ গ্রন্থ ‘মহামহিম রবিন্দ্রনাথ’, ‘সঙ্গীত সংবিৎ’, ‘গোলাপ বিসংবাদ’, আলাউদ্দিন আল আজাদের প্রবন্ধ গ্রন্থ ‘ধারা ও প্রকৃতি’, ‘ম্যাকভস্কি ও নজ্রুল’, ‘রবীন্দ্রক্লাসুক আবিস্কার’, ‘সাহিত্য সমালোচনা’।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।