’রক্তকরবী’ কার লেখা?
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হুমায়ূন আহমেদ
- জীরনানন্দ দাশ
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: ‘রক্তকরবী’ (১৯২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি
সাংকেতিক নাটক। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা ‘প্রবাসী’তে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০), ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), চিরকুমার সভা (১৯২৬), তাসের দেশ (১৯৩৩) ইত্যাদি।