রাজবন্দীর জবানবন্দী’ কার লেখা ?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- প্রথম চৌধুরী
- শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: ‘ রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলামের লেখা।
রাজবন্দীর জবানবন্দী কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ – সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে ও নিষিদ্ধ হয়।
নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দীর জবানবন্দী নামে পরিচিত।