”রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন–
- জীবনানন্দ দাশ
- সুকান্ত ভট্টাচার্য
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: ”রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন – – কাজী নজরুল ইসলাম।
রাজবন্দীর জবানবন্দী একটি প্রবন্ধ গ্রন্থ। নজরুলের পাঁচটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। যথা – যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রা, ধুমকেতু।