রুশ বিপ্লব সংঘটিত হয়-
- ১৮১৭
- ১৯১৭
- ১৭১৭
- ১৯১৭
Answer: ১৯১৭
Explanation: রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে।
১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক – সৈনিক – নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু ‘বলশেভিক’ অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।