রুশ বিপ্লব সংঘটিত হয়-

রুশ বিপ্লব সংঘটিত হয়-

  1. ১৮১৭
  2. ১৯১৭
  3. ১৭১৭
  4. ১৯১৭

Answer: ১৯১৭

Explanation: রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে।
১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক – সৈনিক – নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু ‘বলশেভিক’ অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।