রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?

রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?

  1. গ্রীস
  2. রোম
  3. ইতালী
  4. ফ্রান্স

Answer: ইতালী

Explanation: ফরাসি শব্দ রেনেসাঁস (Renaissance) কথাটির অর্থ হল নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব – বিপ্লবকে বোঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে 1855 খ্রিষ্টাব্দের রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন। পঞ্চদশ – ষোড়শ শতকের ইউরোপে গ্রিক ও রোমান শিক্ষা – সংস্কৃতির প্রভাবে এক উদার ও যুক্তিশীল নতুন চেতনার জন্ম হয়। ফ্লোরেন্স প্রজাতন্ত্রে রেনেসাঁ শুরু হয়েছিল, ইতালির অনেক রাজ্যের মধ্যে একটি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।