রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  1. প্যারিস
  2. লন্ডন
  3. জেনেভা
  4. নিউইর্ক

Answer: জেনেভা

Explanation: রেডক্রসের সদর দপ্তর জেনেভা অবস্থিত ।
২৪ জুন ১৮৫৯ ইটালির ‘সেলফেরিনো’ নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস । এর প্রতিষ্ঠা সাল ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ । এই সেবা সংস্থা টির সদর দপ্তর জেনেভায় । এছাড়া ILO, ITU, WMO, WIPO, WHO, WTO, UNHCR, UNCTAD, ITC, UNITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তরও জেনেভায় অবস্থিত । কমনওয়েলথ, IMO, অক্সফাম ইন্টারন্যাশনল, অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।