”লালসালু” উপন্যাসটির লেখক কে?

”লালসালু” উপন্যাসটির লেখক কে?

  1. শহীদুল্লাহ কায়সার
  2. আকবর হোসেন
  3. জহির রায়হান
  4. সৈয়দ ওয়ালীউল্লাহ

Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ

Explanation: লালসালু” উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ ।
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন । যথা – লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । ‘লালসালু’ উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয় ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।