লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
- মূল
- পাতা
- কান্ড
- ফুল
Answer: কান্ড
Explanation: উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্রের সৃষ্টি হয়। লেন্টিসেলের ভেতরের কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। একে লেন্টিকুলার প্রস্বেদন বলে।
Leave a Reply